আমুদরিয়া নিউজ : নেদারল্যান্ডস মাত্র ১ ইউরোতে তাদের ১৮টি পুরনো F-16 যুদ্ধবিমান রোমানিয়াকে দিয়েছে। দাম প্রায় শূন্য হলেও, এটি আসলে প্রতীকী মূল্য—কারণ বিমানের রক্ষণাবেক্ষণ, পরিবহন ও অন্যান্য খরচ আলাদাভাবে বহন করতে হবে। নেদারল্যান্ডস এখন নতুন F-35 যুদ্ধবিমান ব্যবহার করছে, তাই পুরনো F-16গুলো আর তাদের প্রয়োজন ছিল না।
এই বিমানগুলো রোমানিয়ার ফেতেস্তি ঘাঁটিতে থাকা ইউরোপীয় F-16 প্রশিক্ষণ কেন্দ্রে ব্যবহার হবে। সেখানে রোমানিয়ার পাশাপাশি ইউক্রেনের পাইলটরাও প্রশিক্ষণ নেবেন। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের পর ইউক্রেন দ্রুত যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ পাচ্ছে, তাই এই বিমানগুলো তাদের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নেদারল্যান্ডস জানায়, দীর্ঘদিন ধরে ব্যবহার হওয়ায় বিমানগুলো আর সক্রিয় বহরে রাখার উপযোগী নেই। তবে প্রশিক্ষণের জন্য এগুলো কার্যকর। বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি ন্যাটো সহযোগিতা আরও শক্তিশালী করবে এবং পূর্ব ইউরোপের প্রতিরক্ষা প্রস্তুতিকে বাড়াবে।