আমুদরিয়া নিউজ: পদোন্নতি হল নীরজ চোপড়ার। সেনাবাহিনীর টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল পদ পেলেন তিনি। এতদিন টেরিটোরিয়াল আর্মির সাব মেজর পদে ছিলেন ভারতের সোনার ছেলে।প্রতিরক্ষা মন্ত্রালয় থেকে বুধবার, ১৭ মে, এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।২০১৬ সালের ২৬ আগস্ট জুনিয়র কমিশনড অফিসার হিসাবে নায়েব সুবেদার পদে টেরিটরিয়াল আর্মিতে যোগ দেন নীরজ। এবছর লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হলেন তিনি। নীরজ হলেন প্রথম ভারতীয় যিনি কোনও অ্যাথলেটিক্স ইভেন্টে অলিম্পিক্সে স্বর্ণপদক জিতেছেন। টোকিও গেমসে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। পরের অলিম্পিক্সে, প্যারিসে তিনি রুপো জিতেছিলেন।