আমুদরিয়া নিউজ: নীতীশ কুমারের নেতৃত্বেই এনডিএ বিহারে সংখ্যাগরিষ্ঠতা পাবে। শুক্রবার নির্বাচনী প্রচারে নীতীশের রাজ্যে পা রেখে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বিহারের সমস্তিপুরে জনসভা করেন প্রধানমন্ত্রী। সেই সভা থেকেই মোদি বলেন, “বিহারের এমন কোনও প্রান্ত নেই যেখানে এনডিএ সরকার বিকাশের আলো পৌঁছে যায়নি। এত আলোতে লন্ঠনের (আরজেডির প্রতীক) কী দরকার? নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ বিহারের অতীতের সব রেকর্ড ভেঙে ক্ষমতায় আসতে চলেছে।” বৃহস্পতিবার বিরোধী জোটের বৈঠকে লালু-পুত্র তেজস্বীকে ‘মুখ্যমন্ত্রী পদপ্রার্থী’ ঘোষণা করে হয়েছিল। বিহারে এনডিএ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ভাবে নীতীশের নাম ঘোষণা না-করার খোঁচাও দিয়েছিলেন তেজস্বী। কিন্তু মোদী শুক্রবার কার্যত সেই বিতর্কে জল ঢেলে দিলেন।