আমুদরিয়া নিউজ: এসসিও সম্মেলনে এক ফ্রেমে ধরা দিলেন নরেন্দ্র মোদি, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। তিন রাষ্ট্রপ্রধানকে একান্তে আলোচনা করতে দেখা গিয়েছে। তিন জনই ছিলেন হালকা মেজাজে। এসসিও সম্মেলনে যোগ দিতে আগেই চিনে পৌঁছেছিলেন পুতিন। সোমবার সম্মেলনের মঞ্চে মোদি এবং জিনপিঙের সঙ্গে তাঁর দেখা হয়। মোদীকে দেখেই জড়িয়ে ধরেন রুশ প্রেসিডেন্ট। তার পর একান্তে আলোচনা করতে করতে তাঁরা মঞ্চের দিকে এগিয়ে যান। এর পর জিনপিং আসেন এবং তিন রাষ্ট্রপ্রধান আলাদা করে দাঁড়িয়ে বেশ কিছু ক্ষণ কথা বলেন। ছবিতে দেখা গিয়েছে, জিনপিংকে কিছু বলছেন মোদী। সবার মুখে হাসি। মোদী নিজে এই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘‘তিয়ানজিনে আলাপচারিতা চলছে। প্রেসি়ডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জিনপিঙের সঙ্গে ভাবভঙ্গির বিনিময়।’’
