আমুদরিয়া নিউজ: ঘানার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে সেই দেশের সর্বোচ্চ সম্মান ‘দ্য অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অব ঘানা’ প্রদান করা হয়েছে। ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মহামা মোদিকে এই সম্মান প্রদান করেন। সম্মান পেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ঘানার সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়া আমার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। আমি রাষ্ট্রপতি মহামা, ঘানা সরকার এবং ঘানার জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ১.৪ বিলিয়ন ভারতীয়ের পক্ষ থেকে আমি বিনীতভাবে এই সম্মান গ্রহণ করছি। আমি এই পুরস্কার আমাদের যুবসমাজের আকাঙ্ক্ষা, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহ্য এবং ভারত ও ঘানার মধ্যে ঐতিহাসিক সম্পর্কের প্রতি উৎসর্গ করছি। ’ ব্রাজ়িলের রিও ডি জেনেইরোতে ব্রিকস সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর আগেই বুধবার ঘানা গিয়েছেন তিনি। এর পরে তিনি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো যাবেন। শনিবার সেখান থেকে আর্জেন্টিনা হয়ে ব্রাজিলে ব্রিকস সম্মেলনে যোগ দেবেন। সম্মেলন শেষে প্রধানমন্ত্রীর যাবেন নামিবিয়া।
