আমুদরিয়া নিউজ: ইরানের দিকে উড়ে গিয়েছে চিনের অন্তত পাঁচটি বোয়িং ৭৪৭ বিমান। এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম। বিশ্বে বিমান চলাচলের উপর নজরদারি চালানো সংস্থার তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, বিমানগুলি উত্তর চিন থেকে উড়ে কাজ়াকিস্তানের দিকে যায়। তার পর দক্ষিণে বাঁক নিয়ে উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান পৌঁছোয়। রেডার-তথ্য বলছে, সেই সময় বিমানগুলির অভিমুখ ছিল ইরানের দিকে। তার পর অবশ্য রেডারে সেগুলির গতিবিধি ধরা পড়েনি। বিমানগুলি ইরানেই রয়েছে, না কি কিছু সময়ের জন্য অবতরণ করে অন্যত্র উড়ে গিয়েছে, তা-ও এখনও স্পষ্ট নয়। সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে ওই বিমানগুলিতে যাত্রী পরিবহণ কিংবা পণ্য পরিবহণ দুইই করা যায়। এগুলি যুদ্ধবিমান নয়। চিন ওই বিমানে খাদ্য, অস্ত্র কিংবা অন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী চিন ইরানে পাঠাতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও চিনের সরকার বা বিমানসংস্থা কেউ এ নিয়ে সরকারিভাবে মুখ খোলেনি।
