আমুদরিয়া নিউজ: জম্মু এবং কাশ্মীরের সাম্বা সেক্টরের ভারত-পাকিস্তান সীমান্তে রহস্যময় পাক ড্রোন! নজরে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে। ড্রোনের খোঁজে একযোগে তল্লাশি শুরু করেছে সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার রাতে রামগড় সেক্টরে নাঙ্গা গ্রামের উপরে ড্রোনের মতো কোনও বস্তু দেখা গিয়েছে। এরপরই তল্লাশি শুরু করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। সন্দেহ করা হচ্ছে, কোনও অস্ত্র বা মাদক পাচারের উদ্দেশে ড্রোনটিকে কাজে লাগানো হয়েছে। যদিও ড্রোনটির কোনও হদিস মেলেনি। সতর্কতাবশে সীমান্ত লাগোয়া গ্রামগুলির নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে সেনার তরফে। সন্দেহভাজন ড্রোন দেখতে পেলেই সেনাকে খবর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
