আমুদরিয়া নিউজ: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করার চেষ্টা করতে হবে সিবিআইকে, জানাল সুপ্রিম কোর্ট। পাশাপাশি এদিন ধৃত প্রোমোটার অয়ন শীলের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। আদালত তাঁর আইনজীবীকে ছ’মাস পরে আবার আবেদনের পরামর্শ দিয়েছে। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে অয়নকে প্রথম গ্রেফতার করেছিল সিবিআই। পরে তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার করা হয় বেশ কিছু উত্তরপত্র বা ওএমআর শিট। সেখান থেকেই পুরসভার নিয়োগেও দুর্নীতির হদিস পান তদন্তকারীরা। অয়নের সংস্থা পুর নিয়োগের ক্ষেত্রে ওএমআরের দায়িত্বে ছিল। এর আগে অয়নের জামিনের আবেদন কলকাতা হাই কোর্ট খারিজ করে দিয়েছিল। এ বার তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সেখানেও বিচারপতিরা স্পষ্ট করে দেন, তদন্তের এই পর্যায়ে দাঁড়িয়ে তাঁরা অয়ন শীলকে জামিন দিতে আগ্রহী নন।
