আমুদরিয়া নিউজ: সুযোগ ছিল ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার। কিন্তু তা সত্ত্বেও রেকর্ড ভাঙলেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইডান মুল্ডার। দক্ষিণ আফ্রিক-জিম্বাবোয়ে টেস্টে টেম্বা বাভুমার পরিবর্তে প্রোটিয়াদের অধিনায়কত্ব সামলাচ্ছেন উইয়ান মুল্ডার। মাত্র ২৯৭ বলে ট্রিপল সেঞ্চুরি করেন তিনি। যা টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম তিনশো রান। দক্ষিণ আফ্রিকার রান ছিল ৫ উইকেট হারিয়ে ৬২৬ রান। মুল্ডার ব্যাট করছিলেন ৩৬৭ রানে। সুযোগ ছিল ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার। সেই সময় লাঞ্চ হয়। তারপরই জানা যায় যে, দক্ষিণ আফ্রিকা ডিক্লেয়ার করেছে। অর্থাৎ ডিক্লেয়ার করার ঘোষণা স্বয়ং মুল্ডারেরই। যা দেখে অবাক ক্রিকেটদুনিয়া। হতে পারে লারাকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমনকী টেস্টে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান, যা ম্যাথু হেডেন ও ব্রায়ান লারার রয়েছে, সেটাও টপকালেন না। আপাতত টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় তিনি পঞ্চম স্থানে, মহেলা জয়বর্ধনের পরে।