আমুদরিয়া নিউজ : জনপ্রিয় এক নেটমাধ্যমে প্রকাশিত একটি পরিচ্ছেদে মিলল শরীরের ওপর নিয়ন্ত্রণ হারানোর গল্প। সেখানে নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানিয়েছেন, কীভাবে তাঁর মা এবং স্বামীর সম্পর্কের কারণে ভেঙে গিয়েছে তার নিজের সংসার। মহিলা জানিয়েছেন, তাঁর বিয়ে হয়েছে প্রায় ছয় বছর আগে। তার আগে দুই বছর ধরে সম্পর্কে ছিলেন তিনি এবং তাঁর স্বামী। কলেজ থেকেই প্রেম তাঁদের। হঠাৎ একদিন অসুস্থ বোধ করায় অফিস থেকে দ্রুত বাড়ি ফিরে আসেন তিনি। বাড়ি ঢুকতেই চক্ষু চড়কগাছ। নিজের মায়ের সঙ্গেই স্বামীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন তিনি। মাথায় আকাশ ভেঙে পড়ে। তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। আর ফেরেননি।
