আমুদরিয়া ডেস্ক: লিটার প্রতি ২ টাকা করে দাম বাড়ল মাদার ডেয়ারি দুধের। বুধবার থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থা। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, উৎপাদনের পাশাপাশি বন্টন খরচ বৃদ্ধি পেয়েছে আগের থেকে। তাই দুধের দাম বাড়ানো ছাড়া কোনও উপায় ছিল না। লিটার প্রতি সব রকমের দুধের দাম ২ টাকা করে বাড়িয়েছে তারা। সংস্থার তরফে জানানো হয়েছে, টোনড মিল্কের (বাল্ক ভেন্ড) দাম প্রতি লিটার ৫৪ টাকা ছিল। এখন থেকে তা কিনতে হবে ৫৬ টাকায়। একইভাবে ফুল ক্রিম মিল্ক (পাউচ) এর দাম প্রতি লিটারে ৬৮ টাকা থেকে বেড়ে ৭০ টাকা করা হয়েছে। একইভাবে টোনড মিল্কের (পাউচ) দাম প্রতি লিটার ৫৬ টাকা থেকে বেড়ে ৫৮ টাকা এবং ডাবল টোনড মিল্কের দাম প্রতি লিটার ৪৯ টাকা থেকে বেড়ে ৫১ টাকা করা হল। আপাতত দিল্লি-এনসিআর, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের বাজারে বর্ধিত মূল্যে বিক্রি হবে মাদার ডেয়ারি দুধ।
