আমুদরিয়া নিউজ: নির্ধারিত সময়ের আগেই দেশে বর্ষার প্রবেশ ঘটতে চলেছে। সুখবর শোনাল মৌসম ভবন। আজই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যার ফলে এবার নির্ধারিত সময়ের আগেভাগেই বর্ষা ঢুকল দেশে। সাধারণত ১৮ মে থেকে ২১ মে-র মধ্যে নিকোবর দ্বীপপুঞ্জে এবং আন্দামান দ্বীপপুঞ্জে ২২ মে বর্ষা প্রবেশ করে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দু’দিনের মধ্যে নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের উপর দিয়ে পশ্চিমা বাতাসের শক্তি এবং গভীরতা বৃদ্ধি পেয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে প্রবেশ করবে বর্ষা।
আগামী ২৭ মে বর্ষা ঢুকবে ভারতের মূল ভূখণ্ড কেরলে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ১০ জুন নাগাদ রাজ্যে বর্ষার প্রবেশ ঘটতে পারে। এদিকে মঙ্গলবার দক্ষিণবঙ্গের হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও নদিয়ার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদেও।মঙ্গলবার থেকে শুক্র পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।