আমুদরিয়া নিউজ ডেস্ক : আশীর্বাদের নাম করে এক মহিলার বুকে হাত দিয়ে মেঝেয় ফেলে কানে কানে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক সন্ন্যাসীর বিরুদ্ধে। দার্জিলিং পাহাড়ের ঘটনা। ওই মহিলা কয়েকদিন চুপ থাকলেও শেষ পর্যন্ত বাড়ির লোকজনেরা সাহস জোগানোর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়েই অভিযুক্ত সন্ন্যাসী আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।
প্রথমে দার্জিলিং কোর্টে আবেদন করেন। সেখানে আবেদন খারিজ হয়। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে আবেদন করেন তিনি। সেখানেও আগাম জামিনের আবেদন খারিজ হয়েছে। এবার হাইকোর্টের শরণাপন্ন হচ্ছেন তিনি। দর্জিলিঙের একটি সোশাল মিডিয়া পেজে ঘটনার বিবরণ দিয়ে মহিলার একজন আত্মীয় জানিয়েছেন, ওই সন্ন্যাসীর এর আগেও এমন কাণ্ড ঘটিয়েছেন বলে এখন শোনা যাচ্ছে। ঘটনার দিন ওই মহিলা যে সময়ে ধর্মীয় স্থানে গিয়েছিলেন, তখন ওই সন্ন্যাসী একাই ছিলেন।
সন্ন্যাসী অনেক সময়ে স্পর্শ চিকিৎসাও করেন। সে দিন ওই মহিলা প্রার্থনা করার পরে সন্ন্যাসী তাঁকে ডেকে প্রথম মাথায় হাত বুলিয়ে দেন। অভিযোগ, তার পরে মহিলার বুকে হাত দিয়ে চাপ দিতে থাকেন, শেষ ধর্মীয় স্থানের মেঝেয় শুইয়ে দিয়ে ফিস ফিস করে আপত্তিকর প্রস্তাব দেন। মহিলা কোনমতে উঠে বাড়ি চলে যান। দুদিন মানসিকভাবে অবসাদে ছিলেন। শেষ তাঁর ভাইকে সব বললে তিনি তাঁকে নিয়ে পুলিশের কাছে গিয়ে অভিযোগ করান।