আমুদরিযা নিউজ : এক অনন্যা রূপে মেগান মরকেল! তিনি হলেন ডিউক অব সাসেক্স। ব্রিটিশ রাজকীয় খ্যাতি অথবা সমালোচনা, কোনটাই কম নেই তাঁর।
সম্প্রতি লস এঞ্জেলসের একটি শিশু হাসপাতালে চ্যারিটির কাজে হাজির হয়েছিলেন টকটকে লাল পোষাকে। আকর্ষণীয় পোষাকটি পরেছিলেন এর আগে ২০২১ সালে। লাল কার্পেটে সেই পোশাকে তিনি অনন্যা।