আমুদরিয়া নিউজ : ফের মোহন (বিরল প্রজাতির কচ্ছপ)- এর মৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়ালো কোচবিহারের বাণেশ্বর এলাকায়। বৃহস্পতিবার ঐতিহ্যবাহী বাণেশ্বর মন্দির সংলগ্ন শিব দিঘিতে একটি মোহনের দেহ ভেসে থাকতে দেখা যায়। জানা গিয়েছে, আরও একটি মোহন অসুস্থ রয়েছে। সেটিকে উদ্ধার করে পর্যবেক্ষণে রেখেছে বন দফতর। মৃত মোহনের দেহ ময়না তদন্ত করে দেখা হবে বলে বন দফতর সূত্রে খবর। মোহনের মৃত্যু ও অসুস্থতার
খবরে মন খারাপ স্থানীয় বাসিন্দাদের। একই সঙ্গে বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। মোহন রক্ষা কমিটির সম্পাদক রঞ্জন শীল জানান, মন্দিরের দিঘির জলে একটি মোহনের দেহ ভেসে থাকতে দেখা যায়। বন দফতর ও প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।
Leave a Comment