আমুদরিয়া নিউজ: ভারতীয় সিনেজগতে অনবদ্য অবদানের জন্য এবার দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হচ্ছেন মালয়ালম মেগাস্টার মোহনলাল। শনিবারই কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে। এক্স হ্যান্ডেলের পোস্টে তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, “মোহনলালের অসাধারণ সিনেসফর দুই প্রজন্ম ধরে অনুপ্রাণিত করে আসছে। ভারতীয় সিনেমায় প্রশংসনীয় অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা, পরিচালক তথা প্রযোজককে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হচ্ছে।” ২৩ সেপ্টেম্বর ৭১তম জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে মোহনলালকে দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত করা হবে। এই ঘোষণার পর স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মোহনলালকে শুভেচ্ছা জানিয়েছেন। ৬৫ বছর বয়সি অভিনেতা চার দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন ৩৫০-রও বেশি সিনেমায়। দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। কেন্দ্রীয় সরকার তাঁকে ২০০১ সালে পদ্মশ্রী এবং ২০১৯ সালে পদ্মভূষণ সম্মান দিয়েছে।