আমুদরিয়া নিউজ: আইপিএলের মাঝেই খুনের হুমকি পেলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। বিষয়টি নিয়ে ক্রিকেটারের পরিবার পুলিশের দ্বারস্হ হয়েছে। শামির ভাই মহম্মদ হাসিব জানিয়েছেন, ই-মেলে শামিকে খুনের হুমকি এসেছে তাঁর কাছে। যেখানে বলা হয়েছে, এক কোটি টাকা দেওয়া না হলে শামিকে খুন করা হবে। সঙ্গে সঙ্গে থানায় এফআইআর করা হয়েছে। অভিযোগ, শামিকে ইমেল করে খুনের হুমকি দিয়েছেন রাজপুত সিন্দার নামে এক ব্যক্তি। শামির ভাইয়ের দাবি, অভিযুক্ত তাদের অপরিচিত। কেন তিনি শামিকে হুমকি দিলেন, তা স্পষ্ট নয়। এই মুহূর্তে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত শামি। এখনও পর্যন্ত ন’টি ম্যাচ খেলে ছ’টি উইকেট পেয়েছেন তিনি।