আমুদরিয়া নিউজ: তেলেঙ্গানার ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। শুক্রবার তেলেঙ্গানার রাজভবনে রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা শপথবাক্য পাঠ করান প্রাক্তন ক্রিকেটারকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের অনেকেই। তেলঙ্গানার কংগ্রেস সরকারের মন্ত্রিসভায় তিনিই হলেন প্রথম মুসলিম মন্ত্রী। শপথ নেওয়ার পরে আজহার বলেন, “জাতীয় দলের জার্সিতে আমার অভিষেক হয়েছিল ৩১ ডিসেম্বর। আজও ৩১ তারিখ। মনে হচ্ছে জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হল।” উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট দলের কোনও অধিনায়ক আজ পর্যন্ত কোনও রাজ্যের মন্ত্রী হননি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে আজহারউদ্দিন ২০০৯ সালে হাত শিবিরে যোগ দিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। সেই বছর কংগ্রেসের টিকিটে মোরাদাবাদ থেকে লোকসভা আসনে জিতেছিলেন তিনি।
 
					 
			 
		 
		 
		 
		