আমুদরিয়া নিউজ : একটি ছোট্ট জলাশয়ে মাছ ধরতে গিয়েছিল এক কিশোর। মাঝারি সাইজের মাছ পেয়ে দারুণ খুশি সে। তবে মাছ সে বাড়ি নিয়ে যাবে না। কিন্তু মাছটিকে ছেড়ে দেওয়ার আগের ওই মুহূর্তটিকে ক্যামেরাবন্দি না করলেই নয়। ব্যাস। পকেট থেকে মোবাইল বার করে ব্যস্ত হয়ে পড়ে কিশোর। এক হাতে মাছ, এক হাতে মোবাইল। তবে মোবাইলে ছবি তুলতে গিয়ে একটু অন্যমনস্ক হয়ে পড়ে সে। ছবি তোলা হয়ে গেলে হাত থেকে মাছটি ছুঁড়ে দেয় জলে। কিন্তু হায়। মাছের বদলে সে ছুঁড়েছে মোবাইল। হাতে মাছ ধরাই থেকে যায়। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেটিজেনদের সান্ত্বনা, মাছ বেচে মোবাইল নিয়ে নাও।
