আমুদরিয়া নিউজ: হঠাৎই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। ৩৫ বছর বয়সি এই জোরে বোলার জানিয়েছেন, আগামী কয়েক বছরে অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট সূচি ও ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের প্রস্তুতির জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অজি পেসার অবসরের সিদ্ধান্ত নিয়ে বলছেন, “ভারতে আমাদের সফর আছে, অ্যাসেজ আছে, ২০২৭-এ ওয়ানডে বিশ্বকাপ আছে। আমার মনে হয় টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোয় সেগুলোতে আরও তরতাজা হয়ে নামতে পারব। ফিটনেসও ধরে রাখতে পারব। আশা করছি, সেখানে ভালো খেলব।” স্টার্ক আরও বলেছেন, “টেস্ট ক্রিকেট বরাবরই আমার অগ্রাধিকারের তালিকায় উপরে। তবে অস্ট্রেলিয়ার হয়ে যে টি-টোয়েন্টি ম্যাচগুলোয় খেলেছি, তার প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করেছি।” স্টার্ক শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার হয়ে মোট ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি ৭৯টি উইকেট নিয়েছেন।