আমুদরিয়া নিউজ: প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল রুশ বিমান! আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে বিমানটি সাইবেরিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের মালিকানাধীন। রাশিয়ার পূর্ব প্রান্তের আমুর প্রদেশের টিন্ডা শহরে যাচ্ছিল সেটি। জানা গিয়েছে, ছয় বিমানকর্মী-সহ প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। মাঝ আকাশেই হঠাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহু চেষ্টা করেও বিমানটির কোনও খোঁজ মেলেনি। তারপর সেটি খোঁজার জন্য একটি হেলিকপ্টার পাঠানো হয়। অবশেষে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। যা দেখে সকল যাত্রীরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
