আমুদরিয়া নিউজ: চোটের জন্য দীর্ঘদিন বাইরে থাকতে হয়েছে তাঁকে। প্রত্যাবর্তন করেই সোমবার কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতে নিলেন মীরাবাঈ চানু। মহিলাদের ৪৮ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে মোট ১৯৩ কেজি (৮৪+১০৯ কেজি) ওজন তুলে শীর্ষ স্থান অর্জন করেছেন তিনি। ২০২০ টোকিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন সাইকম মীরাবাই চানু। এরপর অবশ্য ২০২৪ প্যারিস অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া হয়। প্যারিসে চতুর্থ হন তিনি। এরপর আর কোনও প্রতিযোগিতায় মণিপুরের ৩১ বছরের এই ভারোত্তোলককে দেখা যায়নি। প্রসঙ্গত, কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে এটি মীরাবাই চানুর পঞ্চম পদক। এর আগে তিনি ২০১৩, ২০১৭ এবং ২০১৯ সালে সোানা এবং ২০১৫ সালে রুপো জিতেছিলেন।