আমুদরিয়া নিউজ: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শনিবার ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেন তিনি। প্রাথমিক মামলায় চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল ইডি। মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৪১ লক্ষ টাকাও উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। এদিন আত্মসমর্পণ করে ব্যক্তিগত বন্ডে জামিনের আবেদন জানান চন্দ্রনাথ। ইডি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেপাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। কিন্তু তা খারিজ করে দেওয়া হয়। ব্যক্তিগত ১০ হাজার টাকার বন্ডে চন্দ্রনাথের জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে মানতে হবে কিছু শর্তও। আপাতত নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে যেতে পারবেন না মন্ত্রী। করতে হবে তদন্তে সহযোগিতা।
