আমুদরিয়া নিউজ: এসআইআর ইস্যুতে আমরণ অনশনে বসলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের মতুয়া অনুগামীরা। বুধবার বনগাঁর ঠাকুরনগরের বাড়িতে অনশনে বসেছেন তাঁর অনুগামীরা। বিশেষ কাজে বাইরে থাকায় ভারচুয়ালি অনশনের সূচনা করেছেন ঠাকুরবাড়ির সদস্য তথা সাংসদ মমতাবালা ঠাকুর। অনশনকারী মতুয়াদের দাবি, SIR-এ ২০২৪ সাল পর্যন্ত ভারতে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়া, যারা দেশভাগের বলি তাঁদের নিঃশর্ত ভোটাধিকার দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।