আমুদরিয়া নিউজ : এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন যিনি, সেই মারিয়া কোরিনা মাচাদো ভেনেজুয়েলার একনায়কতন্ত্রের অবসান চান। দীর্ঘদিন আত্মগোপনের পরে বৃহস্পতিবার নরওয়ের অসলোয় প্রকাশ্যে এসে মারিয়া জানান, তিনি ভেনেজুয়েলার যে ডিক্টেরশিপ চলছে তার অবসান করতে বদ্ধপরিকর। সে জন্য যা যা করার তিনি করবেন। নরওয়েতে থাকলেও বুধবার তিনি নিজে নোবেল পুরস্কার নিতে যাননি। তাঁর মেয়ে আনা কোরিনা সাসা পুরস্কার নেন।