আমুদরিয়া নিউজ: ঝাড়খণ্ডের গুমলা জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেল ঝাড়খণ্ডের মাওবাদী নেতার। মৃতের মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা! জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে গুমলা জেলার চঙ্গাবাদি আপারতলি অঞ্চলে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। সেই সময় দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াইয়ের পর মৃত্যু হয় এক মাওবাদীর। জানা গিয়েছে, মৃত এই মাওবাদীর নাম মার্টিন কেরকেট্টা। ‘পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া’ নামে নিষিদ্ধ সংগঠনের অন্যতম কমান্ডার এই মাওবাদীর মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা। মৃতের কাছ থেকে একটি পিস্তল-সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় আরও মাওবাদীরা লুকিয়ে রয়েছেন বলে অনুমান পুলিশের। এসপি জানিয়েছেন, তাঁদের খোঁজে চলছে তল্লাশি।