আমুদরিয়া নিউজ: নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন বলিউড অভিনেত্রী ও নেপালের কন্যা মনীষা কৈরালা। সোমবার রাতে সোশাল মিডিয়ায় রক্তমাখা বুটজুতোর ছবি শেয়ার করে মনীষা কৈরালা লিখেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ এবং ন্যায়বিচারের দাবিতে সরব হওয়া জনগণকে বুলেট মারফৎ উত্তর দেওয়া হচ্ছে! আজ নেপালের জন্য ব্ল্যাক ডে।’ উল্লেখ্য, কাঠমান্ডুতে জন্মগ্রহণকারী মনীষা নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনি মনীষা। নেপালি রাজনীতিবিদ প্রকাশ কৈরালার কন্যা। সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটস্অ্যাপ, এক্স, ইউটিউব-সহ ২৬টি সমাজমাধ্যম নিষিদ্ধ করে দিয়েছিল নেপাল সরকার। প্রতিবাদে সোমবার থেকেই অশান্ত নেপাল। বিক্ষুব্ধ ছাত্র-যুবকদের আন্দোলনের জেরে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।