আমুদরিয়া নিউজ: শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে নিয়ম করে আম, ইলিশ ভারতের প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রী এবং বাংলা-সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাঠাতেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর পথে হেঁটেই মোদিকে আম পাঠাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে পাঠানো হাজার কেজি আম সোমবারই নয়াদিল্লিতে পৌঁছে যাওয়ার কথা। নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যম। জানা গিয়েছে, ইউনুস উপহার হিসেবে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তো বটেই, বিদেশেও এই আম রফতানি করে থাকে ঢাকা। এক-একটি হাড়িভাঙা আমের ওজন ২০০ থেকে ৪০০ গ্রাম পর্যন্ত হতে পারে। বাংলাদেশের রংপুরের এই আম অত্যন্ত সুস্বাদ্য এবং আঁশবিহীন। একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আম পাঠানো হচ্ছে। বাংলাদেশের আম যাচ্ছে ত্রিপুরাতেও।
