আমুদরিয়া ডেস্ক: ২২ লক্ষ টাকা খরচ করে একটি গাড়ি কিনেছিলেন যুবক। বাড়ি ফিরে ভাল করে গাড়িটি খুঁটিয়ে দেখতেই চোখ কপালে ওঠার জোগাড়। যে গা়ড়িটি তিনি কিনেছেন সেটি আদতে তাঁরই চুরি যাওয়া গাড়ি। রং একই, গাড়ির অন্দরসজ্জাও একই। এমনকি গাড়িটিও তৈরি হয় তাঁর চুরি যাওয়া গাড়িটির বছরেই। ঘটনাটি ঘটেছে ইওয়ান ভ্যালেন্টাইন নামের ৩৬ বছরের এক যুবকের সঙ্গে। তিনি ইংল্যান্ডের বাসিন্দা।
তাঁর ব্যক্তিগত গাড়ি চুরি যাওয়ার পর থেকেই তিনি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করতে শুরু করছিলেন। কিছুদিন পর আগের গাড়ির মতো একই রকম মডেলের গাড়ি খুঁজে পান তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গাড়িটি কেনার জন্য ২২ হাজার পাউন্ড বা ভারতীয় মুদ্রায় ২২ লক্ষ ৬৬ হাজার টাকা খরচ করেছিলেন তিনি। গাড়ি নিয়ে বাড়ি ফিরে তিনি বুঝতে পারেন এটি আসলে তারই চুরি হয়ে যাওয়া গাড়ি।
কারণ গাড়িতে এমন কিছু রাখা ছিল, যা একমাত্র তাঁর গাড়িতেই থাকা সম্ভব। গাড়ির বিল্ট-ইন জিপিএস পরীক্ষা করে তরুণ দেখেন সেখানে তাঁর বাড়ি ও তাঁর বাবা-মায়ের বাড়ির ঠিকানাটি রয়েছে। এতেই তিনি নিঃসন্দেহ হন এটি তাঁরই চুরি যাওয়া গাড়িটি। এরপরই তিনি বুঝতে পারেন মারাত্মক ঠকে গিয়েছেন গাড়িটি কিনে।