আমুদরিয়া নিউজ: এসআইআর আতঙ্কে রাজ্যে ফের মৃত্যুর অভিযোগ উঠল। বৃহস্পতিবার বহরমপুরে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের নাম তারক সাহা (৫২)। হরমপুর পৌরসভার ২৪ নং ওয়ার্ডের গান্ধী কলোনি উত্তরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। পরিবারের সদস্যদের দাবি, এসআইআর আবহে ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় এবং পুরনো কোনও নথিপত্র না থাকায় চরম দুশ্চিন্তায় ছিলেন তিনি। অনেক চেষ্টা করেও কোনও নথিপত্র জোগাড় করতে পারেননি। আর সেই কারণেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।