আমুদরিয়া নিউজ: ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়। সোমবার বোলপুরে প্রশাসনিক সভায় বুথ লেভেল অফিসার তথা বিএলও-দের স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন পরিষ্কার করে বলেন, বিএলও-রা রাজ্য সরকারের কর্মচারী। সুতরাং তাঁদের দেখতে হবে ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়। মমতার কথায়, নির্বাচন কমিশন কিন্তু ভোট মিটে গেলে আর থাকবে না। বাংলার সরকারই থাকবে। মুখ্যমন্ত্রীর বার্তা, “কোনও মানুষকে অযথা হেনস্তা করবেন না। দেখবেন যেন মানুষ হেনস্তা না হয়। যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার। কেউ চার দিন ঘুরতে গেলে বাদ দিয়ে দেবেন? আপনাদের তো দেখতে হবে তাদের সত্যিই অস্তিত্ব আছে কিনা! চারদিকে যাঁরা বাংলা ভাষায় বলছে তাঁরা হেনস্তার শিকার হচ্ছেন। এই মানুষগুলির পাশে আমাদের দাঁড়াতে হবে।” প্রসঙ্গত, বাংলায় এসআইআর তথা নিবিড় সংশোধনের প্রক্রিয়া এখনও আনুষ্ঠানিক ভাবে শুরু না হলেও বিএলও’দের ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেছে।
