আমুদরিয়া নিউজ: সম্প্রতি ভোটার তালিকায় কারচুপির অভিযোগে চার অফিসারের সাসপেনশন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের লড়াই রীতিমতো তুঙ্গে ওঠে। পাশাপাশি বিহারে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এর প্রভাব পড়েছে বঙ্গ রাজনীতিতে। বাংলাতেও যে কোনও দিন এসআইআর শুরু হতে পারে বলে কমিশন সূত্রে খবর। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলা থেকে এক জন ভোটারেরও নাম বাদ গেলে বড় আন্দোলনে নামবেন তাঁরা। এই আবহেই বর্ধমানের সভা থেকে নির্বাচন কমিশনকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভোট এলেই এনআরসি করতে হবে? নতুন করে নাম কাটতে হবে? ইলেকশন কমিশনকে প্রণাম জানাই, সালাম জানাই—কিন্তু প্লিজ বিজেপির ললিপপ হবেন না। তা হলে কিন্তু মানুষ ক্ষমা করবে না।’’
