আমুদরিয়া নিউজ: নিম্নচাপের বৃষ্টি, ডিভিসি-র ছাড়া জলে প্লাবিত বহু এলাকা। বিভিন্ন জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। প্রতি বছরের মতো এ বছরও হুগলির বিভিন্ন এলাকা জলের তলায়। প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার আরামবাগে যান মমতা। সেখানে কামারপুকুরের ত্রাণ শিবিরে হাজির হন তিনি। সেই সময় দুপুরের খাবার দেওয়া হচ্ছিল। নিজে হাতে দুর্গতদের পাতে খিচুড়ি পরিবেশন করেন তিনি। কথা বলেন তাঁদের সঙ্গে। সমস্যা শোনার পাশাপাশি সমাধানের আশ্বাসও দেন। মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে খুশি দুর্গতরা। আরামবাগ থেকে ঘাটালের দিকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে জলবন্দি মানুষদের সঙ্গে দেখা করবেন তিনি। এরপরেই ঝাড়গ্রাম যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। এখানে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি।
