আমুদরিয়া নিউজ: বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপ-এর সূচনা হল। পতাকা উড়িয়ে এবং ফুটবলে শট মেরে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঠে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকলমন্ত্রী সুজিত বসু, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিরা। এছাড়াও ছিলেন সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পদাধিকারীরা। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে ছৌ নৃত্য পরিবেশিত হয়। বাংলার বাউল সংগীতও দেখা যায় ডুরান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে। এছাড়াও সেনাবাহিনীর হেলিকপ্টার পাইলটরা যুবভারতীর উপর ‘এয়ার শো’ করেন। সেই সঙ্গে গোর্খা রেজিমেন্টের ‘কুকরি শো’ থেকে শুরু করে শিখ রেজিমেন্টের ‘ভাংড়া’। ছিল মার্শাল আর্টের শো। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং সাউথ ইউনাইটেড।