আমুদরিয়া ডেস্ক: অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে দ্বারোদ্ঘাটন হল দিঘার জগন্নাথ মন্দিরের। এদিন দুপুরে মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ টে বেজে ১৪ মিনিটে মন্দিরের দ্বার উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। দরজা ঠেলে তিনি মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখা যায়, সামনের আসনে উপবিষ্ট জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। প্রায় ২০ একর এলাকা জুড়ে ২৫০ কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে দিঘার জগন্নাথ মন্দির।
মন্দিরটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এদিন দিঘায় উপস্হিত ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, দেব, জিৎ গঙ্গোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সৃজিত মুখোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, সহ বাংলা বিনোদন দুনিয়ার নানা পরিচিত মুখ। জিত গঙ্গোপাধ্যায়, অদিতি মুন্সি, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় সংগীত পরিবেশনের পাশাপাশি নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়।
মন্দির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘জয় জগন্নাথ-জয় বাংলা বলে এই জগন্নাথ দেবের মন্দির মা-মাটি-মানুষকে উৎসর্গ করলাম। তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগকে আমি দায়িত্ব দিচ্ছি যাতে একটু করে প্রসাদ ও জগন্নাথ দেবের ছবি পশ্চিমবঙ্গের সকলের বাড়ি ও ভারতের বিখ্যাত মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ’ আজই সর্বসাধারণের জন্য দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে।