আমুদরিয়া নিউজ: নাগরাকাটার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সোমবার আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। উত্তরবঙ্গে গিয়ে সেই ঘটনা প্রসঙ্গেই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ বার্তা, ‘কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। এমন কোনও ঘটনা না ঘটে, যে ঘটনা কাম্য নয়। কারও ওপর যেন কোনও আঘাত না আসে…যা ঘটেছে, আমি চাইনি আইনশৃঙ্খলা বিঘ্নিত হোক।’ সঙ্গে তাঁর বার্তা, ‘বন্যাদুর্গত এলাকায় ৩০-৪০টি গাড়ি নিয়ে গেলে সাধারণ মানুষের মনে দুঃখ হয়। ওঁদের তো খাবার-বাসস্থান দরকার। আমি রাজনীতি করতে আসিনি। তাই ওই এলাকায় যাবো না। ডিজিকে পাঠিয়েছি, সে নদী পেরিয়ে গিয়েছে। আমি চাই না ওখানে কোনও সমস্যা হোক। শান্ত থাকুন, সংযত থাকুন। দুর্যোগের সময়ে সবাইকে মিলেমিশে সংকটকে মোকাবিলা করতে হবে।’
