আমুদরিয়া নিউজ: সোমবার রাতভর বৃষ্টি হওয়ায় মঙ্গলবার সকালে কার্যত জলে ডুবে গিয়েছে কলকাতা। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে আজ, মঙ্গলবার থেকেই পুজোর ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইসিএসই এবং সিবিএসই বোর্ডের স্কুলগুলিকে মঙ্গলবার থেকে অন্তত ২ দিন ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়গুলিকেও আগামী ২ দিন অনলাইন ক্লাস করানোর পরামর্শ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিজ্ঞপ্তি দিয়ে ছুটির কথা জানিয়েছেন। তবে এক্ষেত্রে পাহাড়ের স্কুলগুলিকে বাদ রাখা হয়েছে। প্রসঙ্গত, ২৬ সেপ্টেম্বর থেকে রাজ্যের স্কুল গুলিতে পুজোর ছুটি শুরু হওয়ার কথা ছিল।
