আমুদরিয়া নিউজ: সম্প্রতি মহারাষ্ট্র, ওড়িশা-সহ একাধিক বিজেপিশাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ‘বাংলাদেশি’ সন্দেহে হেনস্থা করার অভিযোগ উঠেছে। প্রতিবাদে বুধবার পথে নামল তৃণমূল কংগ্রেস। এদিন দুপুর পৌনে ২টা নাগাদ কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়। প্রবল বৃষ্টি মাথায় নিয়ে তাতে অংশ নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং সমর্থকেরা। এদিন কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়। মিছিলের শেষে তৃণমূল সুপ্রিমো বিজেপিকে নিশানা করলেন। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সব ভাষাকেই সম্মান করি। যারা ভারতের নাগরিক, তাঁদের সকলকে আমরা সম্মান করি। কিন্তু বাঙালির অপমান মানব না। অত্যাচার সহ্য করা হবে না।”
