আমুদরিয়া নিউজ: বিহারের ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ নাম বাদ দেওয়ার ঘটনা নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। মঙ্গলবার শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে জানিয়েছে এই সমস্ত বাদ পড়া নাম ও বাদ দেওয়ার কারণ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে প্রকাশ করতে হবে কমিশনের ওয়েবসাইটে। মামলাকারীদের দাবি, নির্বাচন কমিশন বলছে বিহারে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, অথচ তাদের কোনও বিবরণ দেওয়া হয়নি। কেন তাদের নাম বাদ পড়ল তাও জানানো হয়নি। এরপরই বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ মানুষের নাম মঙ্গলবারের মধ্যে প্রকাশ করতে হবে। প্রত্যেক জেলাস্তরের নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা থাকতে হবে। এ প্রসঙ্গে স্থানীয় সংবাদপত্র এবং চ্যানেলগুলিকে ব্যাপক প্রচার চালাতে হবে। জেলা নির্বাচনী আধিকারিকের যদি সমাজমাধ্যমে নিজস্ব অ্যাকাউন্ট থাকে, তা হলে সেখানেও বিজ্ঞপ্তিটি পোস্ট করতে হবে তাঁকে। যারা বাদ পড়েছেন, তাঁরা পালটা কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পুনর্বিবেচনার আবেদন জানাতে পারবেন।