আমুদরিয়া নিউজ: কালিপুজোয় চাঁদার জুলুমবাজি রুখতে ময়নাগুড়িতে বদ্ধপরিকর পুলিশ। রাস্তা আটকে কিংবা জোর করে চাঁদা আদায় করলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। ৯টি টিম সমগ্র ময়নাগুড়ির আলাদা আলাদা স্থানে নজরদারি চালাবে। শুক্রবার ময়নাগুড়ি মাড়োয়ারি ভবনে প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে এ কথা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ।
উপস্থিত ছিলেন এএসপি ছাড়াও ডিএসপি (ক্রাইম) রুদ্রনারায়ণ সাউ, আইসি সুবল ঘোষ, বিডিও প্রসেনজিৎ কুণ্ডু, পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদরঞ্জন রায়, দমকল বিভাগের ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন প্রধান এবং কাউন্সিলাররা।