আমুদরিয়া নিউজ: দুই মাস আগে জার্মানিতে বিয়ে সেরেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ও প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকী মিশ্র। রাজধানীতে এবার তারা রিসেপশন পার্টি দিলেন। মঙ্গলবার দিল্লির ললিত হোটেলে রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছিল। ছিলেন ইউসূফ পাঠান থেকে শুরু করে সায়নী ঘোষ, সাগরিকা ঘোষ, জুন মালিয়া, সুস্মিতা দেব, কীর্তি আজাদ, রচনা বন্দ্যোপাধ্যায় সহ দলীয় নেতা-নেত্রীরা। পাশাপাশি উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ও তার স্ত্রী, সাংসদ ডিম্পল যাদব সহ অন্যান্যরা। রিসেপশনে মহুয়ার সেজেছিলেন লাল শাড়িতে। হাতে ছিল শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর, গলায় নেকলেস, কপালে টিকলি। অন্যদিকে পিনাকী পরেছিলেন সাদার উপর লালের নকশা করা ধুতি-পাঞ্জাবি।