আমুদরিয়া নিউজ : বিশ্ব মহাবীর চিলারায়ের পাঁচশো পনেরোতম জন্ম জয়ন্তী পালিত হলো কুমারগ্রাম ব্লকের বারোবিশা চৌপথিতে। বুধবার রাজবংশী জাগরন মঞ্চের পক্ষ থেকে বারোবিশা চৌপথিতে বিশ্ব মহাবীর চিলা রায়ের মূর্তিতে মালা পড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয় প্রকাশ বর্মন সহ এলাকার বিশিষ্টজনেরা। জয়প্রকাশ বর্মন জানান, প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে বিশ্ব মহাবীর চিলা রায়ের জন্মদিন পালিত হয়।