আমুদরিয়া নিউজ: শৌচাগারে রক্তের দাগ। পিরিয়ড হয়েছে কিনা তা পরীক্ষা করতে ছাত্রীদের পোশাক খুলতে বাধ্য করার অভিযোগ উঠল খোদ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। মহারাষ্ট্রের থানের একটি বেসরকারি স্কুলের ঘটনা। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সব মহলে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্কুলের শৌচাগারে রক্ত দেখতে পান সাফাই কর্মী। বিষয়টি অধ্যক্ষকে জানাতেই অধ্যক্ষ পঞ্চম থেকে দশম শ্রেণির বেশ কয়েকজন ছাত্রীকে ডেকে পাঠান। প্রত্যেককে আলাদা করে জিজ্ঞাসা করা হয়, তাদের মধ্যে কেউ ঋতুমতী কিনা। এখানেই শেষ নয়। ছাত্রীদের অনেককে শৌচাগারে নিয়ে গিয়ে জামাকাপড় খুলিয়ে পরীক্ষা করা হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিভাবকরা। পুলিশেও অভিযোগ জানান তাঁরা। ইতিমধ্যেই শিশু নির্যাতন প্রতিরোধ আইন বা পকসো-য় গ্রেফতার করা হয়েছে স্কুলের অধ্যক্ষ-সহ দু’জনকে। আরও ছ’জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
