আমুদরিয়া নিউজ: স্ত্রীকে খুনের পর দেহ ১৭ টুকরো করে শহরের বিভিন্ন প্রান্তে ফেলে এলেন স্বামী। নৃশংস ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভিওয়ানিতে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই শহরের নানা প্রান্ত থেকে দেহাংশ উদ্ধারের খবর আসছিল। কোথাও হাত, কোথাও পা, কোথাও কোমরের অংশ উদ্ধার হচ্ছিল। একটি কসাইখানার কাছ থেকে এক মহিলার কাটা মাথা উদ্ধার হয়। কোথাও কোনও নিখোঁজ ডায়েরি হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই জানা যায়, ভৈওয়াড়া থানা এলাকায় একটি নিখোঁজ ডায়েরি হয়েছে। সেই সূত্র ধরে খুন হওয়া মহিলার পরিচয় জানতে পারে পুলিশ। তার পরই মহিলার স্বামীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছেন বলে তদন্তকারীদের দাবি।