আমুদরিয়া নিউজ: ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। জানা গিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ১০.৪৮ মিনিট নাগাদ পশ্চিম তুরস্কে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের বালিকেসি প্রদেশের সিন্দিরগি শহর। ভূপৃষ্ট থেকে মাত্র ৫.৯৯ কিলোমিটার (৩.৭২ মাইল) নিচে ছিল এর কেন্দ্রস্থল। কম্পনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বহুতল। যদিও এই বিপর্যয়ে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, আতঙ্কের জেরে পড়ে গিয়ে দুইজন আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। গত আগস্ট মাসেও তুরস্কে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প হয়। সেই ঘটনায় এক জনের মৃত্যু ও একাধিক আহত হন।