আমুদরিয়া নিউজ: কসবার আইনকলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিতর্কিত মন্তব্য করে বসলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর কথায়, “মেয়েটি ওখানে না গেলে এই ঘটনা ঘটত না। যদি যাওয়ার সময় কাউকে বলে যেত, ২ জন বান্ধবীকে সঙ্গে নিয়ে যেত, তাহলে এই ঘটনা ঘটত না। যে এই নোংরা কাজ করেছে, সে পরিস্থিতির সুযোগ নিয়েছে।” আর এরপরই শুরু বিতর্ক। একজন জনপ্রতিনিধি হয়ে তিনি কীভাবে এমন মন্তব্য করতে পারেন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কম যান না শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, “একজন ছাত্রীকে যদি তার সহপাঠীরা রেপ করে থেকে দুঃখের খবর আর কি হতে পারে।” যদিও দুই নেতার মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল বিবৃতি দিয়ে বলেছে, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন, তা তাঁদের ব্যক্তিগত মতামত। দল তাঁদের বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয় এবং এই মন্তব্যগুলিকে কড়াভাবে নিন্দা করছে।
