আমুদরিয়া নিউজ: লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে জাহির খানের। পরের আইপিএলে আর সঞ্জীব গোয়েঙ্কার দলের ডাগআউটে জাহিরকে না দেখার সম্ভাবনাই প্রবল। ২০২৪ সালের আইপিএলের আগে জাহিরকে দলের মেন্টর হিসাবে নিযুক্ত করেছিলেন লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েন্কা। কিন্তু চলতি আইপিএলে লখনউ জিতেছিল মাত্র ৬ ম্যাচ। এই পরিস্থিতিতে জাহিরের প্রতি মোহভঙ্গ হয়েছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজির। এলএসজি সূত্রে খবর, জাহিরকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত আইপিএল শেষ হওয়ার পরেই নেওয়া হয়ে গিয়েছে। এখন জাহির নিজেও আর ঋষভ পন্থের দলের দায়িত্বে থাকতে চাইছেন না। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন গোয়েন্কা। লখনউ কর্ণধার এখন রয়েছেন ইংল্যান্ডে। দ্য হান্ড্রেড নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সেখানে তাঁর দল খেলছে। তিনি দেশে ফেরার পর জাহিরকে নিয়ে সিদ্ধান্ত হতে পারে।