আমুদরিয়া নিউজ: কোটি কোটি টাকার প্রতারণা মামলায় জনপ্রিয় হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিবের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশের তদন্তে জানা গিয়েছে, হাবিবের স্ত্রী এফএলসি (ফলিকল গ্লোবাল কোম্পানি) কোম্পানির প্রতিষ্ঠাতা। এই সংস্থায় বিনিয়োগের জন্যই সাধারণ মানুষকে উৎসাহ দিতেন হাবিবরা। ফাঁদে পা দিয়ে অনেকে অনেক টাকা হারিয়েছেন। সম্প্রতি হাবিব, তাঁর পুত্র-সহ মোট তিন জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অন্তত ২০টি মামলা রুজু করা হয়। এরপরই হাবিব বা তাঁর পরিবারের কেউ যাতে দেশ ছেড়ে যেতে না-পারেন, তা নিশ্চিত করতে লুকআউট নোটিস জারি করা হয়েছে।