আমুদরিয়া নিউজ : ডুয়ার্সের মেটেলি ব্লকের পাদ্রীকুঠী গ্রামে বন দপ্তরের পাতা খাঁচায় ছাগলের লোভে বন্দী হল একটি চিতাবাঘ। জানা গেছে বেশ কিছুদিন ধরে প্রতিরাতেই বাসিন্দাদের বাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছিলো ছাগল, মুরগী, হাঁস। বাসিন্দারা বুঝতে পারেন এলাকায় চিতাবাঘ ঢুকেছে। তারা খবর দেন বন দপ্তরের খুনিয়া রেঞ্জে। খবর পেয়ে রেঞ্জার সজল দে বন কর্মীদের নিয়ে পাদ্রীকুঠী গ্রামে যান ও চিতাবাঘের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হন। তারা ছাগলের টোপ দিয়ে গ্রামে খাঁচা পাতার সিদ্ধান্ত নিয়ে দিন পঁচিশ আগে খাঁচা পাতেন। মাঝে মাঝেই
বন কর্মীরা এসে খাঁচা স্থান পরিবর্তন করে বসাতেন। শনিবার রাতে ছাগলের লোভে খাঁচাবন্দী হয় চিতাবাঘটি। রবিবার সকালে গ্রামের লোকজন চিতাবাঘের গর্জন শুনতে পেয়ে ছুটে আসেন ও খাঁচায় বন্দী চিতাবাঘটিকে দেখতে পেয়ে খবর দেন রেঞ্জ অফিসে। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচা সহ চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান রেঞ্জার সজল দে জানান স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চিতাবাঘটি ধরা পড়ায় আতঙ্কমুক্ত হয়েছেন এলাকাবাসী।
Leave a Comment