আমুদরিয়া নিউজ ডেস্ক : আজ, সোমবার শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরাকুমার দিশানায়েকে শপথ গ্রহণ করছেন। কলম্বোর সচিবালয়ে ওই শপথগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। দ্বীপরাষ্ট্রের রাজনীতিতে এই প্রথম প্রেসিডেন্টের চেয়ারে বসতে চলেছেন একজন বামপন্থী নেতা। ভারত বা চিন, কোনও দেশের সঙ্গেই দিশানেয়াকের তেমন ঘনিষ্ঠতা অতীতে দেখা যায়নি। ওই দেশের আমজনতার সিংহভাগ তাদের ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙা করার জন্য দিশানায়েকে বেছে নিয়েছেন।
মার্কস, এঙ্গেলস, ফিদেল কাস্ত্রো, সহ কমিউনিস্ট নেতাদের ছবি সম্বলিত অফিস দিশানায়েকের। বাইরে একটি লাল হাতুড়ি এবং কাস্তে চিহ্ন আঁকা পতাকা উড়ছে। সব মিলিয়ে বিশ্বের নানা জায়গায় কমিউনিস্ট জনপ্রিয়তা কমলেও শ্রীলঙ্কা কিন্তু এবার সেই দলের এক নেতাকেই দেশ চালানোর ভার দিয়েছে। একে ককিছুটা হলেও পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা নিজেদের উদ্দীপিত করার সুয়োগ পাবেন।